মোবাইলফোন কলরেটের উচ্চ এবং নিম্নসীমা বেঁধে দেয়ার পর এবার প্রথমবারের মতো ইন্টারনেট ব্যান্ডউইথের মূল্য বেঁধে দিতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই
ইন্টারনেটের অসংখ্য প্যাকেজের বদলে ন্যূনতম কিছু প্যাকেজ করার কথা বলবে নিয়ন্ত্রক সংস্থাটি।
সূত্র মতে, প্রতি ১০০ এমবি ব্যান্ডউইথ ২০ টাকার নিচে নামিয়ে এনে নতুন করে প্যাকেজ নির্ধারণের উদ্যোগ নিতে যাচ্ছে বিটিআরসি। বিটিআরসি’র অভ্যন্তরীণ বৈঠকে বিষয়টি নির্ধারণ করা হলেও চূড়ান্ত
করার আগে বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইতিমধ্যেই মোবাইলফোন অপারেটরদের দাওয়াত দেয়া হয়েছে।
এ বিষয়ে বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ জানিয়েছেন, গ্রাহকদের
কথা চিন্তা করে বাধ্য হয়েই রেগুলেশনে নামতে হচ্ছে। তবে যা কিছু করা হোক না কেন আলোচনার
মাধ্যমে সেটি ফয়সালা করা হবে। জানা গেছে, গত ২৭ নভেম্বর বৈঠকের প্রথম বৈঠক ডাকা হয়েছিল। পরে সেটি বদলে ২ ডিসেম্বর এবং শেষে ৪ ডিসেম্বর করা হয়। কিন্তু শেষ দিকে একটি অপারেটর এলেও অবরোধেল কারণ দেখিয়ে অন্যরা অপারগতা প্রকাশ করেছে। অপারেটরদের মতে, মোবাইলফোন ইন্টারনেটের বাজার এখনো ততটা পোক্ত হয়নি। সুতরাং এ ধরনের উদ্যোগ নেয়ার আগে আরো খানিকটা সময় দেয়া উচিত।
প্রসঙ্গত, ২০০৮ সালে বিটিআরসি প্রথম কল রেট সর্বনিম্ন ২৫ পয়সা এবং সর্বোচ্চ দুই টাকা বেঁধে দেয়। ২০১১ সালে স্থানীয় এসএমএস- এর মূল্য বেধে দেয়া হয় সর্বোচ্চ ৫০ পয়সা। আর
আন্তর্জাতিক এসএমএস সর্বোচ্চ দুই টাকা। গত বছর বিটিআরসি সকল প্যাকেজে বাধ্যতামূলক
১০ সেকেন্ডের পালস চালু করে।
সূত্র: বাংলানিউজ২৪
ইন্টারনেটের অসংখ্য প্যাকেজের বদলে ন্যূনতম কিছু প্যাকেজ করার কথা বলবে নিয়ন্ত্রক সংস্থাটি।
সূত্র মতে, প্রতি ১০০ এমবি ব্যান্ডউইথ ২০ টাকার নিচে নামিয়ে এনে নতুন করে প্যাকেজ নির্ধারণের উদ্যোগ নিতে যাচ্ছে বিটিআরসি। বিটিআরসি’র অভ্যন্তরীণ বৈঠকে বিষয়টি নির্ধারণ করা হলেও চূড়ান্ত
করার আগে বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইতিমধ্যেই মোবাইলফোন অপারেটরদের দাওয়াত দেয়া হয়েছে।
কথা চিন্তা করে বাধ্য হয়েই রেগুলেশনে নামতে হচ্ছে। তবে যা কিছু করা হোক না কেন আলোচনার
মাধ্যমে সেটি ফয়সালা করা হবে। জানা গেছে, গত ২৭ নভেম্বর বৈঠকের প্রথম বৈঠক ডাকা হয়েছিল। পরে সেটি বদলে ২ ডিসেম্বর এবং শেষে ৪ ডিসেম্বর করা হয়। কিন্তু শেষ দিকে একটি অপারেটর এলেও অবরোধেল কারণ দেখিয়ে অন্যরা অপারগতা প্রকাশ করেছে। অপারেটরদের মতে, মোবাইলফোন ইন্টারনেটের বাজার এখনো ততটা পোক্ত হয়নি। সুতরাং এ ধরনের উদ্যোগ নেয়ার আগে আরো খানিকটা সময় দেয়া উচিত।
প্রসঙ্গত, ২০০৮ সালে বিটিআরসি প্রথম কল রেট সর্বনিম্ন ২৫ পয়সা এবং সর্বোচ্চ দুই টাকা বেঁধে দেয়। ২০১১ সালে স্থানীয় এসএমএস- এর মূল্য বেধে দেয়া হয় সর্বোচ্চ ৫০ পয়সা। আর
আন্তর্জাতিক এসএমএস সর্বোচ্চ দুই টাকা। গত বছর বিটিআরসি সকল প্যাকেজে বাধ্যতামূলক
১০ সেকেন্ডের পালস চালু করে।
সূত্র: বাংলানিউজ২৪